বাঞ্ছারামপুরে আগামী দিনে বিএনপি থেকে ধানের শীষের প্রার্থীই নির্বাচন করবে। এর কোন বিকল্প কেউ ভাববেন না। কারণ, এ আসনটি ধানের শীষের ঘাঁটি। বাঞ্ছারামপুরের আকাশে বাতাসে, মানুষের মনে শুধু একটি শব্দই শোনা যায়, আর সেটি হলো শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী দল। যুবদল শুধু রাজনীতির সংগঠন নয় মানবতার প্রতীকও। যুবদলই আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার অগ্রদূত। এই আনন্দ র্যালি শুধু উৎসব নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-০৬ আসনের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ পলাশ আরও বলেন, যুব সমাজের দায়িত্ব শুধু পরিবর্তনের স্বপ্ন দেখা নয়, বরং সেই পরিবর্তনে নিজের ভূমিকা রাখা। আমরা চাই একটি সুস্থ সমাজ, যেখানে প্রতিটি তরুণ নিজের দায়িত্ববোধ থেকে অন্যের পাশে দাঁড়াবে। আজ যুবদল সেই মানবিক নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলের উপজেলা প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।
যুবদলের আহবায়ক হারুন আকাশের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালামের সঞ্চালনায় যুব দলের আনন্দ শোভাযাত্রা সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুস্তম আলী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।








































আপনার মতামত লিখুন :