জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে, কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানকে জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা-ওয়াশিংটন ও জেনেভার কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের বরাতে জানা গেছে, ওয়াশিংটন ও জেনেভায় বাংলাদেশের নতুন দূত হিসেবে আরিফুল ইসলাম ও নাহিদা সোবহানের নিয়োগ প্রস্তাব (এগ্রিমো) গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুর দিকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওয়াশিংটন ও জেনেভা থেকে প্রস্তাবিত দূতদের গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে, প্রায় একই সময়ে বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের জন্য কানাডায় এগ্রিমো চাওয়া হলেও তার উত্তর এখনও আসেনি।
সরকারের এক কর্মকর্তা জানান, ওয়াশিংটন ও জেনেভায় তারেক মো. আরিফুল ইসলাম ও নাহিদা সোবহানকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখনও তারা তাদের কর্মস্থলে যোগ দেননি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। বিগত সরকারের শেষ সময়ে পেশাদার এই কূটনীতিককে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করা হয়। তিনি এর আগে উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনেও কাজ করেছেন।
জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কানাডার আগে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে সিরিয়া ও ফিলিস্তিনেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেনেভা, রোম ও কলকাতায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আপনার মতামত লিখুন :