binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ওয়াজ শুনতে যান মা, ভেতরে পুড়ে মরল শিশু


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০২:৫২ পিএম ওয়াজ শুনতে যান মা, ভেতরে পুড়ে মরল শিশু

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৪ বছরের শিশুকে ঘরে রেখে তালা দিয়ে ওয়াজ মাহফিল শুনতে যান মা। ফিরে এসে দেখেন ঘরে আগুন; আর ভেতরে পুড়ে মরল ঘুমন্ত শিশু। আগুনে বাড়ির চারটি ঘর ও একটি রান্না ঘর ভস্মীভূত হয়েছে। শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের।
নিহত শিশু আইরিন ওই গ্রামের আলামিনের মেয়ে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, ঘুমন্ত শিশু আইরিনকে ঘরে তালা দিয়ে পরিবারের সবাই বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যায়। রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িটির সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা শিশু আইরিন আগুনে পুড়ে মারা যায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু তাহের বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বেশ সময় লেগে যায়। বাড়ির চারটি ঘর ও একটি রান্না ঘর পুড়ে গেছে। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা আইরিন পুড়ে মারা গেছে। পরে লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।
শনিবার দুপুরে দাফনের জন্য শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন।

Side banner