ধান কাটার অপেক্ষায় কৃষক
সোনাতলায় কৃষকের বুক ভরা স্বপ্ন মাঠে দোল খাচ্ছে
বগুড়া সোনাতলা উপজেলায় দিগন্ত জুড়ে ফসলি জমিতে বোরো ধানগুলো বাতাসে দোল খাচ্ছে। ফলে ক্ষেতের ধান পেকে সোনালী রং ধারন করেছে। সকালে মাঠে গেলে মনে হবে কৃষকের বুক ভরা লালিত স্বপ্ন আর ক’দিন পর উঠবে ঘরে।
কৃষকেরা জানান ধারদেনা করে জমিতে বোরো ধান রোপণ করেছি। ধান বিক্রির টাকায় ধারদেনাও শোধ হবে