মুসলিম পর্যটকদের পছন্দের শীর্ষে যে শহর
আধ্যাত্মিক মর্যাদায় মক্কা–মদিনার স্থান বিশ্বের অন্য যেকোনো শহরের উপরে। তবে বৈশ্বিক পর্যটন তালিকায় শীর্ষে উঠে এসেছে তুরস্কের ইস্তাম্বুল শহর। ইতিহাস, ভূপ্রকৃতি, সংস্কৃতির অনন্য সমন্বয়ে শহরটি এখন বিশ্বের সবচেয়ে পর্যটন প্রিয় মুসলিম নগরী।
ভোরের আলো ফুটতেই বসফরাসের ওপর হালকা কুয়াশা ভেসে থাকে; মিনারের ছায়া দীর্ঘ হয়; ফেরিগুলো জল কেটে এগোয়, জেগে