binodonerpadmaful
ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

শাহরাস্তিতে কবরস্থানে কিশোরীকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ আটক


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার অক্টোবর ৯, ২০২৫, ০৬:৫৭ পিএম শাহরাস্তিতে কবরস্থানে কিশোরীকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ আটক

চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 
জানা গেছে, শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ১৪ বছরের ঐ কিশোরী দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে ৬৫ বছরের বৃদ্ধা গোলাপ রহমান জোরপূর্বক পারিবারিক কবরস্থানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে জানালে তিনি এলাকাবাসীকে জানান।  
এলাকাবাসী বিষয়টি সমাধানে ব্যর্থ হলে কিশোরীর মা মাজুদা বেগম শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন। শাহরাস্তি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বৃদ্ধা গোলাপ রহমান কে আটক করে। বুধবার (৮ অক্টোবর) রাতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। 
জানা গেছে, গোলাপ রহমানের বিরুদ্ধে ইতোপূর্বে এ ধরনের আরো বহু অভিযোগ রয়েছে। এ ঘটনায় শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Side banner