binodonerpadmaful
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

পোরশায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়


বিনোদনের পদ্মফুল | এ মান্নান এপ্রিল ২৯, ২০২৪, ০২:৫১ পিএম পোরশায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

নওগার পোরশার হারাইগাছিতে বৃষ্টির জন্য কান্নায় ভেঙ্গে পড়লেন মুসল্লীরা। সারা দেশের মতো গত কয়েকদিন ধরে গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ পোরশার সাধারণ মানুষের জনজীবন। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে পোরশার সারাইগাছি ঈদগাহ মাঠে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। এ সময় রহমতের বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন হাজারো মুসল্লি। সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে এ নামাজ অনুষ্ঠিত হয়। মুসল্লীদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন মাওলানা হাফেজ মো. আব্দুল কুদ্দুস সাহেব। প্রথমে নামাজের নিয়ম কানুন বলেন, এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজের পর খুতবা পাঠ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম তীব্র তাপদাহের এবং খরা থেকে রক্ষা পেতে রহমতের বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন। এই নামাজে প্রায় দুই শতাধিক মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে সবাইকে ঠাণ্ডা পানি শরবত পান করা হয়।

Side banner