binodonerpadmaful
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ইসলামী এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান ড. ইউনূসের


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক জুলাই ৭, ২০২৫, ০৭:৫৮ এএম ইসলামী এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান ড. ইউনূসের

মুসলিম বিশ্বের উন্নয়নে ইসলামিক এনজিওগুলোকে আরও বেশি করে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের এনজিও নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
বৈঠকে ড. ইউনূস বলেন, আমাদের বিশ্বে আমরা নারীদের ও স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেই। গরিব মানুষ স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়। আমরা স্বাস্থ্যসেবাকে তাদের সহায়তার একটি উপায় হিসেবে দেখেছি। এই সহায়তা কার্যক্রম পরিচালনার একটি ভালো উপায় হচ্ছে সামাজিক ব্যবসা।
এ সময় ড. ইউনূস জানান, তিনি সামাজিক ব্যবসায় আসার জন্য এবং উদ্যোক্তা হওয়ার জন্য বিশ্বজুড়ে তরুণদের উৎসাহিত করেন।
বৈঠকে উপস্থিত এনজিও নেতারা জানান, ড. ইউনূস সম্প্রতি যে সামাজিক ব্যবসার প্রচারণা চালিয়েছেন, তা তাদের নিজ নিজ দেশে এ ধরনের উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে।
বৈঠকে বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ডের (ইউএনআইডব্লিউ) সেক্রেটারি জেনারেল এয়ুপ আকবাল, অ্যাসেম্বলি অব টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশনের (এটিএএ) প্রতিনিধ মুহাম্মেদ হুসেইন আকতা, ইউএনআইডব্লিউ মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাউয়াজ বিন হাসবুল্লাহ, আলখিদামাট ফাউন্ডেশন পাকিস্তানের প্রেসিডেন্ট ও ইউএনআইডব্লিউ পাকিস্তানের ডেপুটি সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ আবদুস শাকুর এবং ইন্দোনেশিয়া থেকে ইউএনআইডব্লিউর অডিটিং বোর্ড মেম্বার ডা. সালামুন বাশরি।
এছাড়া অন্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট অব থটের (বিআইআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুব আহমেদ, এসএডব্লিউএবির চেয়ারম্যান ও ইউএনআইডব্লিউর হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান, ইউএনআইডব্লিউর কাউন্সিল মেম্বার ও কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডা. আলি ফজল এবং বিআইআইটির ডিরেক্টর জেনারেল ও আইআইআইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. এম আবদুল আজিজ।

Side banner