ইতালির ভেনিসে বসবাসরত নরসিংদী জেলার ছয় উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত নরসিংদী জেলা সমিতি ভেনিস এর কার্যকরী পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে আহ্বায়ক কমিটির আহ্বায়ক হোসেন আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আলমগীর রউফের সঞ্চালনায় আলোচনা সভা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন ও সাবেক সাবেক প্রধান উপদেষ্টা বিল্লাল হাসাইন নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও গতিশীল করার দিকনির্দেশনা দেন।
দ্বিতীয় অধিবেশনে মোস্তাক আহমেদকে সভাপতি, সুমন সরকারকে সিনিয়র সহ-সভাপতি, রায়হান প্রধানকে সাধারণ সম্পাদক এবং আলমগীর রউফকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দরা বলেন, সংগঠনের মাধ্যমে প্রবাসী নরসিংদীবাসীর পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। তারা ঐক্যবদ্ধভাবে সমিতিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :