binodonerpadmaful
ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

এমবাপের থেকে আরও বেশি কিছু চান আলোন্সো


বিনোদনের পদ্মফুল | ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৬, ২০২৫, ১১:২০ এএম এমবাপের থেকে আরও বেশি কিছু চান আলোন্সো

দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকা গোল করছেন প্রায় নিয়মিত। তবে শুধু গোল করাই নয়, সবদিক থেকে তাকে আরও বেশি কার্যকর দেখতে চান রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো।
মৌসুমের প্রথম ক্লাসিকোয় রবিবার বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে জিতেছে রেয়াল। সেই ধারা ক্লাসিকোতেও ধরে রাখতে চান আলোন্সো।
“এমবাপেকে বেশ ভালো দেখছি। সবাই খুব উজ্জীবিত এবং জয়ের জন্য উন্মুখ। তারা সবাই ইউভেন্তুস ম্যাচের ক্লান্তি কাটিয়ে উঠেছে। রবিবার সেরাটা দেওয়ার সময়।”
চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুস ম্যাচের আগে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করেন এমবাপে। বিশ্বকাপ জয়ী এই তারকার অফসাইডের ফাঁদে পড়ার প্রবণতা বেশি। এক্ষেত্রে সতর্ক থাকাটা জরুরি বলে মনে করেন আলোন্সো।
“আমাদের খেলোয়াড়দের মানের কারণে তারা অফসাইড হতে পারে, কিন্তু আমাদের আরও কাজ করতে হবে। আমাদের দেখতে হবে, কোথা থেকে আমরা পাস দেই। ছোট ছোট বিষয়ই পার্থক্য গড়ে দেয়।”
২৬ বছর বয়সী এমবাপের কাছে নিজের চাওয়াটাও জানিয়ে দিলেন রেয়াল কোচ।
আমি দেখতে চাই কিভাবে সে আরও কার্যকর হতে পারে এবং কিভাবে সে সবচেয়ে নির্ণায়ক হতে পারে, শুধু গোলের ক্ষেত্রেই নয়। দলের সামগ্রিক মান উন্নত হচ্ছে।
৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রেয়াল। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে শিরোপাধারী বার্সেলোনা।

Side banner