binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, ফসল-সড়কের ক্ষতি


বিনোদনের পদ্মফুল | মো. বেল্লাল হোসাইন হৃদয় জুন ৬, ২০২৪, ০২:৩১ পিএম লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, ফসল-সড়কের ক্ষতি

লক্ষ্মীপুরে ফসলি জমির ক্ষতি করে উপর স্তরের মাটি যাচ্ছে ইটভাটায়। এতে জমির উর্বরা শক্তি নষ্ট হচ্ছে, অপর দিকে পরিবেশের মধ্যে পড়ছে বিরূপ প্রতিক্রিয়া। প্রতিদিন ১০-১২টি ট্রাক্টর দিয়ে ফসলি জমির মাটি কেটে নেওয়ায় গ্রামের রাস্তা ধুলাতে পরিবেশ নষ্ট হয়ে পড়ছে। মাটি কেটে নেওয়ার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি ধুলা-বালির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন স্থানীয়রা।
লক্ষ্মীপুর সদর উপজেলা ৬নং ভাঙ্গাখাঁ ইনিয়নের আশে পাশের এলাকায় গড়ে উঠেছে ৪-৫টি ইটভাটা। এসব ইটভাটার মালিকরা কৃষকদের কাছ থেকে ফসলি জমির মাটি কিনে নিচ্ছেন।
একাধিক কৃষক অভিযোগ করেন, সারাদিন মাটিবাহী ট্রাক্টর চলাচলের কারণে জমিতে স্তুপাকারে পড়েছে ধুলা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ধান গাছের চারা নষ্ট হচ্ছে। এভাবে মাটি কাটার ফলে জমির উর্বরা শক্তিও নষ্ট হয়ে যাচ্ছে। জমির মাটি কেটে নেওয়ায় কয়েকটি জমি নিচু হয়ে গেছে। এতে জমিতে দেওয়া সেচের পানি থাকছে না, ওইসব নিচু জমিতে গিয়ে জমা হচ্ছে। এতে অন্য কৃষকরাও বাধ্য হয়ে তাদের জমির মাটি ইটভাটায় বিক্রি করছেন।

Side banner