আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ১৬টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। রবিবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর পল্টনে মজলিস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।
তিনি বলেন, জনগণ এখন ইসলাম ও দেশপ্রেমিক শক্তির ঐক্য চায়। আগামী নির্বাচনে ইসলামি দলগুলোর মধ্যে আসনভিত্তিক সমঝোতার ভিত্তিতে জনগণ সুফল পাবে বলে আমরা আশাবাদী।
খেলাফত মজলিসের আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। এই স্বপ্ন পূরণে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী, সৎ ও যোগ্য নেতৃত্বকে সামনে আনতে হবে। কর্তৃত্ব নয়, সেবাপরায়ণতাই হওয়া উচিত ইসলামি নেতৃত্বের মূল বৈশিষ্ট্য।
সভায় দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি জোরদারের নির্দেশনা দেন। এতে আরও বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
সভায় বৃহত্তর কুমিল্লা অঞ্চলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা ও প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন।
ঘোষিত প্রার্থীদের নাম
ব্রাহ্মণবাড়িয়া জেলা
ব্রাহ্মণবাড়িয়া-১: এস এম শহীদুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া-২: আবুল ফাতাহ মুহাম্মদ মাসুক (ভুট্টু)
ব্রাহ্মণবাড়িয়া-৩: হাফেজ এমদাদুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া-৫: মাওলানা মুহাম্মদ আলী
ব্রাহ্মণবাড়িয়া-৬: শায়খুল হাদীস মাওলানা আবদুস সামাদ
কুমিল্লা জেলা
কুমিল্লা-১: মাওলানা সৈয়দ আবদুল কাদের জামাল
কুমিল্লা-৪: মাওলানা মজিবুর রহমান ফরাজী
কুমিল্লা-৫: মাওলানা জহিরুল ইসলাম সেলিম
কুমিল্লা-৬: মাওলানা ফয়জুর রহমান মাসউদ
কুমিল্লা-৭: মাওলানা সোলাইমান খান
কুমিল্লা-৮: ডা. যোবায়ের হোসেন মিয়াজী
কুমিল্লা-৯: মুফতি আবদুল হক আমিনী
কুমিল্লা-১০: মাওলানা নূরুল আমিন ভূঁইয়া
কুমিল্লা-১১: মাওলানা মুজাফ্ফর আহমদ জাফরী
চাঁদপুর জেলা
চাঁদপুর-১: কাজী আসাদ উল্লাহ
চাঁদপুর-৩: মাওলানা তোফায়েল আহমদ
সভায় নেতৃবৃন্দ আগামী নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে খেলাফত মজলিসকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :