binodonerpadmaful
ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

কুমিল্লা-২ সংসদীয় হোমনা-মেঘনা আসন বহাল রাখার দাবি


বিনোদনের পদ্মফুল | মো. তপন সরকার, হোমনা আগস্ট ২, ২০২৫, ০৪:২১ পিএম কুমিল্লা-২ সংসদীয় হোমনা-মেঘনা আসন বহাল রাখার দাবি

কুমিল্লা-০২ জাতীয় সংসদীয় আসন-২৫০, (হোমনা-মেঘনা) বহাল রাখার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হোমনা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বেলা ১১ টার দিকে হোমনা পৌর সুপার মার্কেটের সামনে সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় আসন পুনর্বিন্যাস করে আসনের যে খসড়া সীমানা প্রকাশ করেছে, তা প্রতিবাদ করে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই খসড়ায় কুমিল্লা-২ আসনে হোমনা উপজেলার সঙ্গে তিতাস উপজেলাকে সংযুক্ত করা হয়েছে।
লিখিত সংবাদ সম্মেলনে হোমনা উপজেলার বিএনপি সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নির্বাচন কমিশনের উক্ত প্রাথমিক খসড়া আসন পুনর্বিন্যাস তথা সীমানা পুনঃনির্ধারণ প্রক্রিয়ায় হোমনা এবং মেঘনা উপজেলার অতীত ইতিহাস প্রশাসনিক বাস্তবতা ভৌগোলিক অখণ্ডতা জনসাধারণের জীবনধারা গণতান্ত্রিক প্রতিনিধিত্ব এবং স্থানীয় উন্নয়নের দিক বিবেচনা না করায় কমিশন উক্তরূপ অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের বিষয়ে জনসাধারণ এবং রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে।
তিনি আরো বলেন, মেঘনা উপজেলার সঙ্গে দাউদকান্দি উপজেলার সড়ক পথে কোন যোগাযোগ নেই। নদী পথে কাঁঠালিয়া ও গোমতী নদী অতিক্রম করে দেড় ঘন্টার পথ পেরিয়ে দাউদকান্দি যেতে হয়। অথবা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা হয়ে দাউদকান্দি যেতে হয়। হোমনা-মেঘনা নির্বাচনী এলাকার জনগণ একই সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত, দাউদকান্দি উপজেলা থেকে তিতাস উপজেলা সৃষ্টি। তাই দাউদকান্দির সঙ্গে তিতাস, কুমিল্লা-১ ও হোমনার সঙ্গে মেঘনা-কুমিল্লা-২ বর্তমান যে অবস্থায় আছে সেভাবেই বহাল রাখতে হবে। সম্প্রতি নির্বাচন কমিশনের ঘোষিত খসড়া তালিকা প্রত্যাহার করে চুড়ান্ত গেজেট প্রকাশ করা দাবী করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Side banner