binodonerpadmaful
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

বাঞ্ছারামপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


বিনোদনের পদ্মফুল | ফয়সল আহমেদ খান সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:০৯ এএম বাঞ্ছারামপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দিতে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা হলো যথাক্রমে শান্তিপুর গ্রামের আনাথ মিয়ার মেয়ে চাঁদনি (৯) ও চরমরিচাকান্দি গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিঝুম (৭)। সম্পর্কে দুজনে মামাতো- ফুফাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার সময় অসাবধানতাবশত ওই দুই শিশু বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাদের পুকুর থেকে উদ্ধার করে। দ্রুত বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের টিএসআই ডা. রঞ্জন বর্মন বলেন, হাসপাতালে আনার আগেই ঐ দুই শিশুর মৃত্যু হয়। আমাদের কিছুই করার ছিলো না।
সন্তান হারিয়ে শোকে পাথর তাদের বাবা মা বাকরুদ্ধ। এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিহত দুই শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Side banner