ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৭ নং বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের খোশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে “আলহাজ্ব মোরশেদ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র প্রয়াত সদস্য আলহাজ্ব এ কে এম মোরশেদ আলমকে স্মরণীয় করে রাখতে এবারও টুর্নামেন্টটি আয়োজন করা হয়। গত বছর ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার প্রথম আসর অনুষ্ঠিত হওয়ার পর এ বছর দ্বিতীয় আসর।
টুর্নামেন্টের আয়োজন করে ৭ নং বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের ছাত্র-যুবসমাজ ও এ কে এম মোরশেদ আলম ট্রাস্ট। খেলায় অংশগ্রহণ করে খোশকান্দি গ্রামের দূটি দল। এটিকে প্রীতি ম্যাচও বলা চলে।
হাসান হোসেন এন্ড চার্টার্ড একাউন্ট্যান্টসের পার্টনার এফসিএ -এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং এ কে এম মোরশেদ আলমের ছোট ভাই এ কে এম মাহবুবুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর সরকারি কলেজের প্রথম নির্বাচিত ভিপি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুছা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, আব্দুল্লাহ আল মহসিন, মোস্তফা কামাল, জাহাঙ্গীর আলম, আবু কালাম মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ, স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক এবং তরুণ সমাজ খেলাটি উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :