binodonerpadmaful
ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

চাপাতি উঁচিয়ে জামা জুতাসহ সর্বস্ব কেড়ে নিল ছিনতাইকারীরা!


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক জুলাই ১২, ২০২৫, ০২:০০ পিএম চাপাতি উঁচিয়ে জামা জুতাসহ সর্বস্ব কেড়ে নিল ছিনতাইকারীরা!

হালকা বৃষ্টির মধ্যে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিন আরোহীসহ পেছন থেকে একটি মোটরসাইকেল আসে। হেঁটে যাওয়া ওই ব্যক্তির ঠিক পেছনে চলন্ত মোটরসাইকেল থেকে লাফিয়ে নামেন একজন। তার হাতে চকচক করছিল একটি চাপাতি।
মোটরসাইকেলটি সামনে গিয়ে আবার ঘুরে এসে দাঁড়ায় সেখানে। এবার খালি গায়ে, খালি পায়ে আরেকজন নামেন মোটরসাইকেল থেকে। তার হাতেও চাপাতি। চাপাতি উঁচিয়ে দুই ছিনতাইকারী ওই পথচারীর সর্বস্ব লুটে নেন মুহূর্তেই।
শুধু ব্যাগ-মোবাইল নিয়েই ক্ষান্ত হননি তারা, ভুক্তভোগীর জামা এমনকি পায়ের জুতাও ছিনিয়ে নেন তারা। এদের মধ্যে দুইজন হেলমেট পরা ছিলেন। একজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। 
শুক্রবার রাতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
দাবি করা হচ্ছে ভিডিওটি রাজধানীর শ্যামলী এলাকায় শুক্রবার সকালে ধারণ করা।

Side banner