binodonerpadmaful
ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর


বিনোদনের পদ্মফুল | রিমন মাহফুজ আগস্ট ১, ২০২৫, ০৭:৩১ পিএম বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর

বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তিনি। তার স্বামীও একজন অভিনেতা ছিলেন। কিন্তু বহুদিন হলো তিনি আর এই দুনিয়াতে নেই। স্ত্রী সন্তানকে নিয়ে একমাত্র ছেলে থাকেন অস্ট্রেলিয়াতে। শুধুমাত্র দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এবং অভিনয়ের প্রতি পরম ভালোলাগা ভালোবাসার কারণেই তিনি দেশে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। 
অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় এবারই প্রথম রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে বুধবার (৩০ জুলাই) বিকেলে গণমাধ্যমের (প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া) কিছু নিমন্ত্রিত সাংবাদিকদের সঙ্গে গল্প আড্ডায় সময় কাটিয়েছেন ডলি জহুর। 
প্রাণবন্ত মনখোলা আড্ডা আলাপকালে ডলি জহুর বিশেষত নায়করাজ রাজ্জাক, আবুল হায়াত, নায়ক মান্না, নায়ক সালমান শাহ’র সঙ্গে অভিনয়ের স্মৃতিচারণ এবং নিজের স্বামীর যখন ক্যান্সার ধরা পড়লো সেই সময় চলচ্চিত্রের বিভিন্ন প্রযোজক পরিচালকের কাছে পাওনা ৩৪ লক্ষ টাকার একটি টাকাও না পাওয়া নিয়ে কষ্টের কথা শেয়ার করেছেন সংবাদ মাধ্যমের কাছে। 
ডলি জহুর সেই সময়টাতে অনেক চেষ্টাও করেছিলেন সেই টাকা অল্প কিছু হলেও তোলার জন্য। কিন্তু শেষমেষ কেউ একটি টাকাও পরিশোধ করেননি। আক্ষেপ করে ডলি জহুর জানান, যাদের কাছে তিনি টাকা পেতেন তাদের মধ্যে কেউ কেউ এই দুনিয়াতে নেই আবার কারো শরীরের অবস্থা এতো খারাপ অর্থাৎ এতোটাই অসুস্থ যা বলার মতো নয়।  
ডলি জহুর বলেন, ‘আজকের এই গল্প আড্ডার আয়োজন শেষে আমার এটাই মনে হলো যে এমন একটি আয়োজন আরো বহু আগেই দেয়ার প্রয়োজন ছিলো। এই আয়োজনে সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। সত্যি বলতে কী এমন আয়োজনে সময় যে কখন চলে যায় তা টেরই পাওয়া যায়না। ধন্যবাদ জানাই সবাইকে যারা কষ্ট করে সময় নিয়ে এসেছিলো। বহুদিন পর মনের না বলা অনেক কথা বলতে পেরেও ভীষণ প্রশান্তি কাজ করছে মনের ভেতর। ধন্যবাদ অভি মঈনুদ্দীনকে এমন উদ্যোগের জন্য।’
সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে ‘হাওড় জিন্স’র কর্ণধার মো. রমিনুল হক সায়াদের সার্বিক সহযোগিতায় ডলি জহুরের নিমন্ত্রণে এই আয়োজনে অংশ নিয়েছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের সম্পাদক রিমন মাহফুজ, খবরের কাগজের ফিচার এডিটর খালেদ আহমেদ. দৈনিক ইত্তেফাকের শৈবাল আদিত্য, সমকাল’র এমদাদুল হক মিল্টন, মানবকণ্ঠ’র অচিন্ত্য চয়ন, আমার দেশ’র আফসানা আশা, খোলা কাগজ’র ওয়ালিয়ার রহমান, চ্যানেল টুয়েন্টিফোর-এর মাকসুদুল হক ইমু, স্টার নিউজ-এর মাজহারুল ইসলাম তামিম’সহ আরো বেশ কয়েকজন। 
ক্যামেরার সামনে কথা বলার সময় বিভিন্ন মুহুর্তের ছবি তুলেছেন আলিফ রিফাত।

Side banner