binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

প্রিন্স বেশে শাকিব খান, নতুন অধ্যায়ের ঘোষণা 


বিনোদনের পদ্মফুল | বিনোদন ডেস্ক আগস্ট ২৩, ২০২৫, ০৯:৩০ এএম প্রিন্স বেশে শাকিব খান, নতুন অধ্যায়ের ঘোষণা 

আবারও নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আগামী ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত সিনেমা প্রিন্স-এর পোস্টার নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন শাকিব। আর মুহূর্তেই ঝড় তুলেছে সামাজিকমাধ্যমে।  
পোস্টারে দেখা যাচ্ছে, ছোট-বড় বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। তাদের মাঝেই একজন দুহাতে দুই পিস্তল নিয়ে প্রসারিত করে দাঁড়িয়ে আছেন আরও একজন। আবছা আলোয় চারপাশে দেখা যাচ্ছে রাজধানী ঢাকার ম্যাপ।
সিনেমাটির নাম প্রিন্স, যার ট্যাগলাইন ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা। প্রকাশিত পোস্টার পোস্ট করে বলা হচ্ছে, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের- শহর চিনবে তার আসল নায়ককে।
সেখানে মুক্তির তারিখ হিসেবে লেখা ঈদুল ফিতর ২০২৬। পরিচালক আবু হায়াত মাহমুদ। এটি হতে যাচ্ছে নির্মাতার প্রথম সিনেমা, এর আগে তিনি শতাধিক ফিকশন ও ডকু ফিল্ম নির্মাণ করেছেন।

Side banner