binodonerpadmaful
ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

যে প্রেমিকের কারণে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা 


বিনোদনের পদ্মফুল | বিনোদন ডেস্ক অক্টোবর ২৯, ২০২৫, ০১:০২ পিএম যে প্রেমিকের কারণে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন সুস্মিতা 

বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী এবং ১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এখনও পর্যন্ত বিয়ে না করলেও, সুস্মিতার জীবনে এসেছে একাধিক সম্পর্ক। এই বিষয়ে তিনি বরাবরই খোলামেলা আলোচনা করতে ভালোবাসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা নিজের জীবনের সেই বিশেষ মানুষটির কথা ফাঁস করলেন, যার সমর্থন ছাড়া হয়তো তিনি বিশ্বসুন্দরী হয়ে উঠতে পারতেন না।
অভিনেত্রীর প্রথম প্রেমিকের নাম ছিল রজত তারা। সুস্মিতা জানান, রজত শুধু তার প্রেমিক ছিলেন না, ছিলেন তার স্বপ্নপূরণের প্রধান সহায়ক। রজত সুস্মিতাকে মিস ইউনিভার্স হতে সাহায্য করার জন্য নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন।
সুস্মিতা সেন বলেন, ‘রজত সেই সময়ে চাকরি পর্যন্ত ছেড়েছিল আমার জন্য। সে অত্যন্ত দায়িত্বশীল মানুষ। তার সাপোর্ট ছাড়া আমি মুম্বাইয়ে এক মাসও কাটাতে পারতাম না।’
তার কথায়, ‘রজত নিজের স্বপ্ন ত্যাগ করেছিলেন যাতে আমি আমার স্বপ্নপূরণ করতে পারি। আমার প্রতি তার ভালোবাসা এবং বিশ্বাস অটুট। আজ আমি যা হয়েছি, সবই তার জন্যই।’
রজত তারার দায়িত্বশীলতা শুধু সুস্মিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সেই কঠিন সময়ে রজতই সুস্মিতার পরিবারকে আশ্বস্ত করেছিলেন। অভিনেত্রীর মাকে তিনি বলেছিলেন যে, সুস্মিতার সঙ্গে তিনি সবসময় থাকবেন। সেই সময় রজত একটি পোশাক সংস্থায় চাকরি করতেন।
কিন্তু মিস ইউনিভার্স জয়ের পর দু’জনের পথ আলাদা হয়ে যায়। সম্পর্ক না টিকলেও রজতের প্রতি সুস্মিতার সম্মান আজও অটুট রয়েছে। 
প্রসঙ্গত, সুস্মিতা সেন ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত অভিনেতা রণদীপ হুদার সঙ্গে সম্পর্কে ছিলেন। এরপর তিনি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মডেল রোমান শলের সঙ্গে সম্পর্ক রাখেন। ২০২২ সালের জুলাই মাসে খবর প্রকাশিত হয় যে তিনি ব্যবসায়ী ও ক্রিকেট প্রশাসক ললিত মোদির সঙ্গে সম্পর্কে আছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ললিত মোদি নিশ্চিত করেন যে তার সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক ভেঙে গেছে।

Side banner