binodonerpadmaful
ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. জসিম উদ্দিন


বিনোদনের পদ্মফুল | মো. হাবিবুর রউফ আইনুল অক্টোবর ২৮, ২০২৫, ০৬:২৮ পিএম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. জসিম উদ্দিন

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. জসিম উদ্দিন। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে যোগ দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। 
পরে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং এক সংক্ষিপ্ত পরিচয় ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রফেসর ড. জসিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 
তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা আমাদের লক্ষ্য।
নতুন প্রো-ভাইস চ্যান্সেলর যোগদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক-কর্মকর্তারা।

Side banner