binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

পাবনায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন


বিনোদনের পদ্মফুল | মো. নুরুন্নবী জুলাই ৮, ২০২৫, ০৪:২৬ পিএম পাবনায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে পাবনায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করেন পাবনা সিভিল  সার্জন কার্যালয়। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত পাবনা সিভিল সার্জন কার্যালয় চত্বরে তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ও পাবনা জেলা সভাপতি মোঃ ফজলুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ রহুল আমিন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য সহকারীরা বলেন, জন্মের পর শিশুকে যে প্রতিরোধযোগ্য টিকাগুলো দেওয়া হয়, তার দায়িত্ব মূলত আমরাই পালন করে থাকি। অথচ এ কাজটি টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল মর্যাদা থেকে বঞ্চিত। অন্য দপ্তরের কর্মীদের তুলনায় আমরা চরম  বৈষম্যের শিকার হচ্ছি।
তারা আরও বলেন, স্বাস্থ্যখাতের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের হাত ধরেই এসেছে, অথচ আমাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। তাই নিয়োগবিধি সংশোধন, স্নাতক ডিগ্রি ভিত্তিক ১৪তম গ্রেড, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে, পদোন্নতিতে ধারাবাহিকতা ও টাইম স্কেলের স্বীকৃতি প্রদানসহ ছয় দফা বাস্তবায়ন করতে হবে।
স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।
তারা আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর এই ছয় দফা যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করবে।

Side banner