binodonerpadmaful
ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

মওলানা ভাসানীর ১৪৫তম জন্মোৎসব পালিত


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:৩৪ এএম মওলানা ভাসানীর ১৪৫তম জন্মোৎসব পালিত

১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ১০, শেখেরটেক মসজিদ মার্কেট দোতলা বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মোৎসব ও পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানের আয়োজক কবি শাহজাহান আবদালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, দুই মেয়াদি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ভাষাবিজ্ঞানী মনসুর মুসা। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত গণতান্ত্রিক দলের সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম। 
পদকপ্রাপ্তরা হলেন, কবিতায় জহীর হায়দার, সমাজ সেবায় মিজানুর রহমান, হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় ডাক্তার মোহাম্মদ আসলাম উদ্দিন ও গ্রাফিক্স ডিজাইনার মোস্তফা হাসান।

Side banner