binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন শাহজাহান মিয়া


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৯:৩৩ পিএম ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন শাহজাহান মিয়া

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। 
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মো. শাহজাহান মিয়া নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন। এছাড়া অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।

Side banner