binodonerpadmaful
ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

মুন্সীগঞ্জে সড়কে বেহাল অবস্থা, দুর্ভোগে হাজার মানুষ


বিনোদনের পদ্মফুল | ইয়াছিন ঢালী সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৫:১৮ পিএম মুন্সীগঞ্জে সড়কে বেহাল অবস্থা, দুর্ভোগে হাজার মানুষ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বণিকপাড়া থেকে ভট্টাচার্যের বাগ হয়ে শিকদারবাড়ি পর্যন্ত গ্রামের সড়কের সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে। সর্বশেষ ২০১৭ সালে সামান্য মেরামতের পর থেকে আর কোনো ধরনের সংস্কার কাজ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য শহিদুল ঢালী।
একসময় যানজট এড়িয়ে মুন্সীগঞ্জ শহরে প্রবেশের বিকল্প রুট হিসেবে সড়কটি ব্যাপকভাবে ব্যবহৃত হতো। কিন্তু বছরের পর বছর সংস্কার না হওয়ায় এখন যান চলাচল প্রায় অচল। বিশেষ করে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়ি এই পথে চলতে হিমশিম খাচ্ছে। বেহাল সড়কে অতিরিক্ত ভাড়া দাবি করছেন রিকশা চালকরা। অনেক রিকশাচালক দ্বিগুণ ভাড়া চাইলেও এ পথে যেতে অনিচ্ছা প্রকাশ করেন।
সামান্য বৃষ্টি হলেই রাস্তার নীচু অংশে পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। পর্যাপ্ত ড্রেন ব্যবস্থার অভাব এ সমস্যাকে আরও তীব্র করেছে। এতে মিশুক, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা সেকান্তর ঢালী বলেন, গত ৮-৯ বছর ধরে রাস্তাটির উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে প্রতিদিনের যাতায়াত দুঃসাধ্য হয়ে পড়েছে।
রহমান ঢালী জানান, ড্রেনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তার বড় অংশে হাঁটুসমান পানি জমে। এতে হেঁটে চলাও দায় হয়ে দাঁড়ায়, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
আল-আমিন শাহরিয়ার জানায়, রাস্তাটি ১০-১৫ বছর ধরেই এমন অবস্থায় পড়ে আছে। প্রতিদিন যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছি, অথচ কারও নজর নেই।
রিকশাচালক মুকিত বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চালানো যায় না, রিকশারও ক্ষতি হয়।
স্থানীয় মোকসেদা বেগম  জানায়, এই রাস্তা দিয়ে ডেলিভারি রোগী নিয়ে যাওয়া যায় না। রোগী নিয়ে গেলে তার অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকে। আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই।
ইসমাইল শেখ বলেন, মাঝে মাঝে নিজ উদ্যোগে আমরা রাস্তাটি ঠিক করি। কিন্তু কোনো দিক থেকে টেকসই সংস্কারের আশ্বাস মেলেনি। বছরের পর বছর একই অবস্থা চলছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সালেহ হাসান প্রামানিক বলেন, ভট্টাচার্যের বাগ সড়কটি পরিদর্শন করা হয়েছে এটার একটা অংশ আমাদের উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে থেকে আমারা স্লোটে স্লোটে এটার কাজ করবো ১ম পার্টের জন্য অলরেডি টেন্ডার কল করা হয়েছে।

Side banner