আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিবহন সেবার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।
বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে পরিবহন পুলের দুটি বাস শর্তসাপেক্ষে বরিশাল-ঢাকা-বরিশাল রুটে চলাচল করবে।
বিজ্ঞপ্তিতে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে
১. আগ্রহী প্রার্থীদের ৭ অক্টোবর দুপুর ২টা থেকে ৮ অক্টোবর দুপুর ৩টার মধ্যে পরিবহন পুলে গিয়ে অফেরতযোগ্য ১০০ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করে টোকেন সংগ্রহ করতে হবে।
২. রেজিস্ট্রেশনের সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, বিসিএস পরীক্ষার প্রবেশপত্র এবং সার্বক্ষণিক সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।
৩. প্রত্যেক বাসের সামনের দুটি সারির মোট ১০টি আসন নারী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তবে কাঙ্খিত সংখ্যক নারী শিক্ষার্থী না পাওয়া গেলে আসনগুলো প্রাপ্যতার ভিত্তিতে বণ্টন করা হবে।
৪. রেজিস্ট্রেশন টোকেনে ক্রমিক নম্বর দেওয়া থাকবে এবং সে অনুযায়ী আসন বণ্টন করা হবে।
৫. শিক্ষার্থীদের টোকেন সংরক্ষণ ও সঙ্গে রাখতে হবে; টোকেন কোনোভাবেই ফেরত বা বিনিময়যোগ্য নয়।
৬. বাস ছাড়ার ২০ মিনিট আগে নির্ধারিত স্থানে রিপোর্ট করতে হবে।
৭. বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনে শর্তাবলি সংযোজন, বিয়োজন বা পরিমার্জনের ক্ষমতা রাখে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুটি বাস আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্দেশ্যে রওনা দেবে এবং শুক্রবার দুপুর ৩টায় কার্জন হল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ফিরে আসবে।
এই উদ্যোগের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে চায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন :