binodonerpadmaful
ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে বিমান বিধ্বস্ত


বিনোদনের পদ্মফুল | আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১১, ২০২৫, ১২:১১ পিএম অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নিউসাউথ ওয়েলেসের বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হালকা এ বিমানে তিনজন যাত্রী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, মাটিতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ফায়ার কর্মী এবং উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
বিমানটি নিউসাউথ ওয়েলসের শেলহার্বার বিমাবন্দরে বিধ্বস্ত হয়। যা দক্ষিণ সিডনি থেকে ৮৫ কিলোমিটার দূরে। স্থানীয় সময় সকাল ১০টায় অবতরণের কিছু সময় পরই এটি দুর্ঘটনার শিকার হয়।
ফায়ার অ্যান্ড রেসকিউর ইন্সপেক্টর অ্যান্ড্রু বার্বার বলেছেন, বিমান বিধ্বস্তের সময় বিমানবন্দরে স্থানীয় আরএসএফ ইউনিটের প্রশিক্ষণ চলছিল। আরএসএফের এক সদস্য দুর্ঘটনা দেখতে পেয়ে অন্যদের অবহিত করে। তখন সেখানে থাকা সবাই দ্রুত বিমানের কাছে যান। কিন্তু আগুন ধরে যাওয়ায় বিমানের ভেতর থাকা কাউকে বাঁচানো সম্ভব ছিল না বলে সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেসকিউর এ কর্মকর্তা।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তিন টুকরো হয়ে যায় বলেও জানিয়েছেন তিনি।
সূত্র: এবিসি নিউজ

Side banner