binodonerpadmaful
ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

আমাদের মুন্সীগঞ্জ বিক্রমপুর গ্রন্থের মোড়ক উন্মোচন


বিনোদনের পদ্মফুল | সীমান্ত হাসান রাকিব অক্টোবর ১০, ২০২৫, ০৪:১৯ পিএম আমাদের মুন্সীগঞ্জ বিক্রমপুর গ্রন্থের মোড়ক উন্মোচন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে আব্দুল গাফফার সিকদার রচিত “আমাদের মুন্সীগঞ্জ বিক্রমপুর” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাহিত্য-সংস্কৃতিপ্রেমী, সাংবাদিক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান বলেন, কবিতা লিখা খুব সহজ, ভাব থাকতে হয়। ইতিহাসের কাছে আমাদের যে ঋণ তা আব্দুল গাফফার সিকদার অনেকটা শোধ করেছেন এই বই লিখে। এই পৃথিবীতে যত মানুষ বই লিখেছেন আমাদের সমসাময়িক যে কালের কথা সেটি তিনি উল্লেখ করেছেন, বিক্রমপুরের ঐতিহ্য উল্লেখ করেছেন।
গ্রন্থকার আব্দুল গাফফার সিকদার জানান, এই বইতে আমি বিক্রমপুরে ঐতিহাসিক স্থান, নদ-নদী, বেদে সম্প্রদায়ের জীবন-যাপনের বাস্তবতা, বিক্রমপুরের প্রত্নসম্পদ, সুখ-দুখে আড়িয়ল বিল, বিক্রমপুরের মসজিদ, মঠ,মন্দির স্থাপত্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পাঠকের ভালো লাগলে তবেই এ প্রয়াস সফল হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন। সঞ্চালনা করেন লেখক মুজিব রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, শিক্ষাবিদ ও লেখক সাইদুল ইসলাম খান অপু, আজকের বিক্রমপুরের সম্পাদক এমদাদুল হক পলাশ, প্রেসক্লাব সভাপতি বাছিরউদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাংবাদিক গুলজার হোসেন, মো. জসিমউদ্দীন, নজরুল হাসান ছোটন, আব্দুস সালাম, জুয়েল রানা, আরাফাত বাবু, আরাফাত রায়হান সাকিব, সীমান্ত হাসান রাকিব প্রমুখ।
বক্তারা বইটির সাহিত্যগুণ, তথ্যবহুল উপস্থাপন ও প্রাসঙ্গিকতা তুলে ধরে আশা প্রকাশ করেন যে এটি পাঠকের মনে নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করবে।

Side banner