রাজধানীর পল্লবীতে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের স্টাফ বাসে (ঢাকা মেট্রো ব- ১৫-৩৬৫৯) আগুন দেওয়া হয়। রবিবার (২০ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে রাজধানীর মিরপুর-১২ নম্বর ঝিলপাড় বস্তি সংলগ্ন আলুব্দি রোডে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতাল ডেকেছে আওয়ামী লীগের চার সংগঠন; যেগুলোসহ ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে সরকার। হরতাল ঘোষণা ও বাস্তবায়নের অংশ হিসেবে বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, রবিবার সকাল পৌনে ৬টার দিকে নির্জন এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে আগুন দেওয়ার বিষয় আমরা জানতে পেরেছি সকাল সাড়ে ১০টায়। তবে এ ঘটনার কেউ আহত হয়নি।
এক প্রশ্নের উত্তরে ওসি বলেন, তদন্ত সাপেক্ষে বলা যাবে এ বাসে কারা আগুন দিয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :