binodonerpadmaful
ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

আরও এক চাঁদাবাজ ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১, ২০২৫, ০১:৫৯ পিএম আরও এক চাঁদাবাজ ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার

রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আরও এক জন ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জন গ্রেপ্তার হলেন।
গ্রেপ্তারের নাম জানে আলম অপু। গ্রেপ্তার অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় গনতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে চাঁদাবাজির ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  
এর আগে ২৬ জুলাই ৫ জনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। তাদের চারজনই সক্রিয় ছাত্রনেতা। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ।
গ্রেপ্তার চাঁদাবাজদের বিষয়ে যা জানা গেছে
গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে আছেন। এর মধ্যে ইব্রাহীম হোসেন মুন্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক, একই কমিটির সদস্য হলেন মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। এ ছাড়া আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য।
সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপি শাম্মি আহম্মেদের বাসা থেকে গত ১৭ জুলাই সকালে সমন্বয়ক পরিচয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ। টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেওয়ার ভয় দেখায়। তখন তারা ১০ লাখ টাকা চাঁদা নিয়ে আসে। পরে ফের চাঁদার জন্য গেলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে, চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ১৭ জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মি আহম্মেদের বাসার।

Side banner