binodonerpadmaful
ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ভাষা সংগ্রামী গবেষক আহমদ রফিক হাসপাতালে


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০২৫, ০৯:৪০ এএম ভাষা সংগ্রামী গবেষক আহমদ রফিক হাসপাতালে

ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
তার গাড়িচালক মো. কালাম বলেন, রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত স্যারকে হাসপাতালে নেওয়া হয়। 
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, আহমদ রফিককে হাসপাতালে ভর্তির পরই  করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। 
তিনি আরও বলেন, তার রক্তচাপ ও হার্ট রেট কিছুটা বেশি রয়েছে। শরীর অত্যন্ত দুর্বল। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে এ ধরনের অবস্থা দেখা দিতে পারে। অধ্যাপক ডা. নূর মোহাম্মদ এবং অধ্যাপক ডা. সোহরাব উজ জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।
দীর্ঘদিন ধরেই এই বরেণ্য ব্যক্তিত্ব নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মেরুদণ্ডে চিড়সহ বিভিন্ন বয়সজনিত রোগে আক্রান্ত হওয়ায় চলাফেরায় অনেকটা অক্ষম হয়ে পড়েছেন তিনি।
উল্লেখ্য, আহমদ রফিক বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে তার গভীর গবেষণা এবং প্রবন্ধ-নিবন্ধ বাংলা ভাষা ও ইতিহাসে অসামান্য অবদান রেখেছে।

Side banner