binodonerpadmaful
ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

জয় দিয়ে মৌসুম শুরু পিএসজির


বিনোদনের পদ্মফুল | ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০২৫, ০৯:০১ এএম জয় দিয়ে মৌসুম শুরু পিএসজির

গত ১৫ আগস্ট শুরু হয়েছে ফরাসি লিগ ওয়ান। তবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির ম্যাচ ছিল রবিবার (১৭ আগস্ট)। ন্যান্টেসের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে লুইস এনরিকের দল। লা পারিসিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেছেন ভিতিনহা।
পুরো ম্যাচেই বল দখলের পাশাপাশি আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। গোলের জন্য পিএসজি মোট ১৮টি শট নিয়েছে। অন্যদিকে ন্যান্টেস নিয়েছে মাত্র ৫টি শট। তবে এতো আক্রমণ করেও প্রতিপক্ষের গোলরক্ষকের কারণে গোলের দেখা পাচ্ছিল না পিএসজি।
ম্যাচে একের পর এক সেভ করে ন্যান্টেসকে বাঁচিয়ে দিচ্ছিলেন দলটির ফরাসি গোলরক্ষক লোপেজ। ফ্রান্সে জন্ম হলেও জাতীয় দল হিসেবে অ্যান্টনি লোপেজ খেলেছেন পর্তুগালের হয়ে। এতো সেভ করেও শেষ পর্যন্ত রক্ষা আর হয়নি। ম্যাচের ৬৭তম মিনিটে ভিতিনহার গোল ব্যবধান গড়ে দেয়।
এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গত মৌসুমে ট্রেবল জয়ীরা। আগামী সপ্তাহে লিগের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। সেটি হবে তাদের নতুন মৌসুমে প্রথম ঘরের মাঠে লিগ ম্যাচ।

Side banner