binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

‘ব্লাড মুন’ দেখল বাংলাদেশের মানুষ


বিনোদনের পদ্মফুল | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৯:৩৫ এএম ‘ব্লাড মুন’ দেখল বাংলাদেশের মানুষ

‘ব্লাড মুন’ পূর্ণ চন্দ্রগ্রহণ মহাকাশের সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলোর একটি। পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলার সাথে সাথে চাঁদ তামাটে লাল রঙ ধারণ করে। তখন এটাকে ‘ব্লাড মুন’ বলা হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৭ মিনিট ৬ সেকেন্ড থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়। প্রথমে চাঁদকে আংশিক ঢাকা অবস্থায় দেখা গেলেও ধীরে ধীরে সেটি তার চিরচেনা রূপালি আভা হারিয়ে ফেলে।
মধ্যরাতে এটি কালচে লাল রঙ ধারণ করে। জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদের এই রূপকে ‘ব্লাড মুন’ বলে থাকেন। এ বছরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি টানা ৮২ মিনিট স্থায়ী হয়, যা ২০২২ সালের পর দীর্ঘতম।
যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদ তার স্বাভাবিক রূপালি রঙ হারিয়ে তামাটে বা লালচে হয়ে যায়। তবে চাঁদের কক্ষপথ কিছুটা হেলে থাকার কারণে প্রতি পূর্ণিমায় এই ঘটনা ঘটে না। সাধারণত বছরে দুই থেকে তিনবার এই ধরনের চন্দ্রগ্রহণ দেখা যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর তথ্য অনুযায়ী, এবারের চন্দ্রগ্রহণটি ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এলাকা থেকে সম্পূর্ণরূপে দেখা গেছে। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে এটি দেখা যায়নি।
চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাতে শুরু হয়ে পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে বলে জানা গেছে।

Side banner