binodonerpadmaful
ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে মিলাদ মাহফিল


বিনোদনের পদ্মফুল | আলমগীর হোসেন আগস্ট ১৬, ২০২৫, ০৯:৫৫ এএম বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে মিলাদ মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জন্মদিন উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ৭১ এ যুদ্ধকালীন সময়ে জীবনদানকারী শহীদগণ, ৯০ এর গণতন্ত্র আন্দোলনকারী শহীদগণ ও ২৪ এর গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদ ও দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া করানো হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, বাঞ্ছারামপুরে কোন চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী থাকবে না। বাঞ্ছারামপুর বিএনপির ঘাটি হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকই হবে বাঞ্ছারামপুরবাসীর প্রতীক। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়ে তার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। 
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এড. আবদুল্লাহ আল মহসিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, আ. করিম চেয়ারম্যান, গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়্যবুর হাসান মাসুম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, হানিফ মাঝি, আবু কালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোস্তম আলী, ওয়াছে উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব হাসান, আতাউর রহমান লিটন, উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন সরকার, ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান অন্তু, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মিনরা আক্তার, বিল্লাল হোসেন মোক্তার, আমির হোসেন, আ. হামিদ মেম্বার।

Side banner