binodonerpadmaful
ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

যন্ত্রণায় কাতরাচ্ছে যমজ দুই বোন


বিনোদনের পদ্মফুল | স্টাফ রিপোর্টার  জুলাই ২৩, ২০২৫, ১২:১০ পিএম যন্ত্রণায় কাতরাচ্ছে যমজ দুই বোন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যমজ বোনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে সারিনার শরীর ২০ শতাংশ এবং সাইবা জাহানের শরীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
জানা যায়, দগ্ধ সারিনা জাহান এবং সাইবা জাহান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা ও রাজধানীর উত্তরার ব্যবসায়ী ইয়াছিন মজুমদারের সন্তান। তারা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্রী।
দুই শিশুর বাবা ইয়াছিন মজুমদার বলেন, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আমার যমজ সন্তান সারিনা জাহান ও সাইবা জাহানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে তাদের মা আকলিমা আক্তারকে সঙ্গে নিয়ে স্কুলে গিয়ে তাদের খুঁজতে থাকি। এক পর্যায়ে বার্ন ইনস্টিটিউটে তাদের সন্ধান পাই। 
তিনি আরও বলেন, বর্তমানে তারা সিসিইউতে ভর্তি রয়েছে। তবে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

Side banner