ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকালে বাঞ্ছারামপুর সচেতন মহিলা সমাজের ব্যানারে জোনায়েদ সাকিকে নাস্তিক আখ্যা দিয়ে উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করা হয়।
দুপুরের পরপরই বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে মহিলারা উপজেলা পরিষদ চত্ত্বরে জড়ো হতে থাকে। পরে জোনায়েদ সাকিকে নাস্তিক, ইসলাম বিদ্বেষী, সমকামিতা সমর্থক এবং ভন্ড আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল করা হয়।
এসময় হাজেরা বেগম নামে জনৈক মহিলা বলেন, বাঞ্ছারামপুর অলি আউলিয়ার পূণ্যভূমি। এখানে কোন নাস্তিকের জায়গা হবে না। জোনায়েদ সাকি স্বঘোষিত নাস্তিক। তিনি ইসলাম বিদ্বেষী মানুষ। বাঞ্ছারামপুরের মাটিতে তার কোন জায়গা হবে না। বাঞ্ছারামপুরের নারী সমাজ তাকে প্রতিহত করবে।
আপনার মতামত লিখুন :