রোমান্টিক কমেডি: এই সংশয়াচ্ছন্ন পৃথিবীতে কেন রমকম এখনো জরুরি
২০২৫ সালে এমন একটি দিনও কাটে না যেদিন আমরা নানা অপরাধ, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক ধস, পরিবেশ ব্যবস্থার পতন, দারিদ্র্য, সহিংসতা, বেকারত্ব বা সরকার সংক্রান্ত সংকটের খবর শুনি না। পৃথিবী এখন আগের চেয়ে অনেক জটিল কিছু অর্থে নিজেরই এক খোলস মাত্র। যেমনটি বলে এ এক dog eat dog world, যেখানে দুর্বলতাকে